Site icon Amra Moulvibazari

আর্জেন্টিনা দলে চোটের হানা, জরুরি বিকল্প খুঁজে নিলেন স্কালোনি

আর্জেন্টিনা দলে চোটের হানা, জরুরি বিকল্প খুঁজে নিলেন স্কালোনি


আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২৪ সালে এটিই আলবিসেলেস্তাদের সর্বশেষ ম্যাচ। এই ম্যাচে ঘরের মাঠ বুয়েন্স এইরেসে পেরুকে আতিথেয়তা দেবে লিওনেল মেসিরা।

ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের দুই নিয়মিত ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস বলছে, ডান ঊরুতে চোট লেগেছে মোলিনার। গত শুক্রবার প্যারাগুয়ে বিপক্ষে খেলতে নেমে চোট পান তিনি। ওই ম্যাচে এই রাইটব্যাকের বদলি হিসেবে গনজালো মন্তিয়েলকে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগে থেকেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন রোমেরো। প্যারাগুয়ের বিপক্ষে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু খেলতে নেমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে দল থেকে ছিটকে যান ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।

ইনজুরির সংবাদ পাওয়ার পর দলে জরুরি ডাক দেওয়া হয়েছে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনেকে। ২১ বছর বয়সী এই তারকাকে পেরুর বিপক্ষে ম্যাচের জন্য বেছে নিয়েছেন কোচ স্কালোনি।

গিলিয়ানো সিমিওনে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। বুধবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ৬ ম্যাচে ৩ গোল করা এই ফরোয়ার্ড।

অন্যদিকে রোমেরোর জায়গায় পেরুর বিপক্ষে দেখা যেতে পারে লিওনার্দো বালেরদিকে। প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এই সেন্টারব্যাক।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version