Site icon Amra Moulvibazari

রোহিঙ্গাদের জন্য আরও ১০ মিলিয়ন পাউন্ড ঘোষণা যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের জন্য আরও ১০ মিলিয়ন পাউন্ড ঘোষণা যুক্তরাজ্যের


ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিবিষয়ক (আইপিএস) ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, আরও ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড ঘোষণা করা হয়েছে রোহিঙ্গাদের জন্য।

রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন।

দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক, জবাবে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করে ক্যাথরিন বলেন, অবশ্যই। আশা করি, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে। যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে।

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরানো নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে ব্রিটিশ আন্ডার সেক্রেটারি বলেন, আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি। তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই। কারণ, এখন একটা কান্তিকাল চলছে। আমরা অন্তর্বর্তী সরকার যে সব কাজ করছে তাতে তাকে সমর্থন করতে চাই।

আরও পড়ুন:

তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমি বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই। আমরা অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কীভাবে একসঙ্গে কাজ করতে পারি সেগুলো ভাবা হচ্ছে এবং আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে।

আইএইচআর/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version