রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-ফোর হান্ড্রেড’ মোতায়েনের কারণে ন্যাটো মিত্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
ওই বিবৃতিতে জানানো হয় ইউরো-আটলান্টিক জোটের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি। তাছাড়া ন্যাটোর প্রযুক্তির সাথেও বেমানান ভুমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কাঠামো।
নতুন এই নিষেধাজ্ঞার কারণে অস্ত্র কিনতে বাধার মুখে পড়বে তুরস্ক। এছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন দেশটির প্রতিরক্ষা বিভাগের পরিচালক ইসমাইল দেমির সহ আরো তিন কর্মকর্তা। এর ফলে যুক্তরাষ্ট্রে সফর, মার্কিন আমদানি লাইসেন্স বাতিল এবং সম্পদ জব্দের মুখে পড়বেন তারা।