ডিজনি তাদের মুক্তির ক্যালেন্ডার থেকে ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুম সিনেমার নাম সরিয়ে নিয়েছে। কথা ছিল ২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে নাম ঠিক না হওয়া ছবিটি। সেটা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ডিজনি।
এখনো নতুন কোনো তারিখ তারা ঘোষণা করেনি। এটাও স্পষ্ট জানানো হয়নি যে, সিনেমাটি বাতিল করা হয়েছে নাকি অন্য কোনো তারিখে পরে মুক্তি পাবে।
গত কয়েক বছরে একাধিক স্টার ওয়ার্স প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছিল ডেইজি রিডলিকে কেন্দ্র করে একটি রে-কে ঘিরে সিনেমা। তবে গত মাসে এ প্রকল্প থেকে চিত্রনাট্যকার স্টিভেন নাইট সরে গেছেন। এখনো পরিচালক হিসেবে শারমিন ওবায়েদ-চিনয় যুক্ত রয়েছেন, যদিও সিনেমাটির অগ্রগতি নিয়ে সন্দেহ রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, সাইমন কিনবার্গ একটি নতুন ট্রিলজি তৈরি করছেন, যা রিডলির রে চরিত্রকে অন্তর্ভুক্ত করতে পারে। এটি আরও অস্পষ্ট করে তুলেছে যে ওবায়েদ-চিনয়ের সিনেমাটি নির্মিত হবে কিনা।
আরও পড়ুন:
এদিকে ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুন কিস্তি ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ আগামী বছরের ২২ মে মুক্তি পাবে। এ ছবি দিয়ে পেড্রো পাসকাল আবার দিন জারিন চরিত্রে ফিরবেন। সাথে থাকবেন গ্রোগু এবং জেব অরেলিওস। এছাড়া সিগর্নি উইভারকে একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে।
এলএ/এমএমএফ/জেআইএম