Site icon Amra Moulvibazari

হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস


হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছে নেদারল্যান্ডস। গ্রুপ এ-৩ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ডাচরা।

অ্যামস্টারডমের ক্রউফ স্টেডিয়ামে জরুরি মেডিক্যাল সেবার কারণে খেলা বন্ধ ছিল ৭ মিনিট। প্রথমার্ধের শেষ সময়ের দিকে হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম সৎলাই হঠাৎ করেই বেঞ্চ থেকে পড়ে যান।

পরে দেখা যায়, হাত ও পা মাটিতে চাপড়াচ্ছেন সৎলাই। এই সমস্যাকে সাধারণত খিঁচুনি বলা হয়ে থাকে। পরে অন্যান্য স্টাফ ও বেঞ্চে থাকা ফুটবলাররা তাকে ঘিরে ধরে। এতে খেলা বন্ধ রাখেন স্প্যানিশ রেফারি হেসুস গিল মানজানো।

এই ম্যাচে প্রথমার্ধে ২ গোল করে নেদারল্যান্ডস। দুটি গোলই হয় পেনাল্টিতে। ২১ মিনিটে স্পটকিকে গোল করেন ওয়াট ওয়েগহর্স্ট।

সহকারী কোচ অসুস্থ হওয়ায় এই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইম ছিল ১৩ মিনিট। খেলা শুরুর পরপরই দ্বিতীয় পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ৪৫+১২ মিনিটে) দ্বিতীয় গোল করেন কোডি গাকফো। ডি-বক্সের ভেতর হাঙ্গেরির সল্ট নেগি ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

৬৪ মিনিটে দুর্দান্ত গোল করেন ডেনজেল ড্রামফাইজ। এতে নেদারল্যান্ডস এগিয়ে যায় ৩-০ তে। ডাচদের হয়ে শেষ গোল করেন টিউন কোপমেইনার্স ৮৫ মিনিটে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version