Site icon Amra Moulvibazari

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া কমলো ৫ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া কমলো ৫ টাকা


ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জ ৫৫ টাকা ভাড়া নেওয়া হতো।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এর আগে ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর দাবিতে টানা ৯ দিনের কর্মসূচির ঘোষণা করেছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বাস ভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, সমাবেশ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। দাবি মানা না হলে সবশেষ ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেওয়া হয়েছিল।

এরই মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ভাড়া কমানোর ঘোষণা দিয়ে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন। সে অনুরোধে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম হরতাল প্রত্যাহার করে নেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবি ছিল এ রুটের ভাড়া ৪৫ টাকা করার। ২০২২ সালে বিআরটিএ সরকারি ঘোষণা অনুযায়ী এ রুটের ভাড়া নির্ধারণ করেছিল ৫৪ টাকা। এতদিন নেওয়া হতো ৫৫ টাকা। চলতি বছরের এপ্রিলে আবারো বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। তখন বাস ভাড়া দাঁড়ায় ৫৩ টাকা। তবে সম্প্রতি ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা ৭৫ পয়সা কমানো হয়। তখন এ রুটের ভাড়া কমানোর জোর দাবি ওঠে।

তিনি আরও বলেন, ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার গড় দূরত্ব দাঁড়ায় ১৯ দশমিক ৫ কিলোমিটার। সে অনুযায়ী ভাড়া দাঁড়ায় ৪৫ টাকা। আর যাত্রী প্রতি ফ্লাইওভারের টোল নেওয়া হয় পাঁচ টাকা। সব মিলিয়ে ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হলো।

এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার বলেন, শুধু ডিজেল দিয়েই বাস চলাচল করে না। এজন্য যন্ত্রাংশ, মবিল, টায়ারসহ অন্যান্য আরও অনেক বিষয় জড়িত। সবকিছুর দাম বেড়েছে। শুধু ডিজেলের দাম কমার অজুহাত দিয়ে ভাড়া কমানোর দাবি অযৌক্তিক।

তিনি বলেন, ফ্লাইওভার দিয়ে একটি সিটি সার্ভিসের টোল ২৬০ টাকা। আবার দূরপাল্লার একটি বাসের টোলও ২৬০ টাকা। এখানেই বৈষম্য। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি বাসের আয় আর দূর পাল্লার বাসের আয় এক নয়।

তাই তিনি ফ্লাইওভারে সিটি সার্ভিসের বাসের টোল পুনঃনির্ধারণের দাবি জানান।

এদিকে সন্ধ্যায় প্রেস ক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম জরুরি সংবাদ সম্মেলন করে ভাড়া কমানোয় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন রফিউর রাব্বী। সেই সঙ্গে নারায়ণগঞ্জ থেকে স্বল্প দূরত্বের অন্যান্য রুটে সিএনজিচালিত পরিবহনের ভাড়াও কমানোর দাবি জানান।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version