Site icon Amra Moulvibazari

মুক্তিযুদ্ধে শক্রর গুলিতে আহত হয়েও পিছুপা হন নি বিমান বাহিনীর ফাইটার পাইলট লিয়াকত আলী খান

মুক্তিযুদ্ধে শক্রর গুলিতে আহত হয়েও পিছুপা হন নি বিমান বাহিনীর ফাইটার পাইলট লিয়াকত আলী খান

একাত্তরে পাকিস্তানি করাচিতে বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসাবে কর্মরত ছিলেন লিয়াকত আলী খান । মায়ের অসুস্থতার কথা বলে ঢাকায় আসেন তিনি । পরে ভারতে যেয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে । শক্রর গুলিতে আহত হয়েও পিছুপা হন নি এই বীর উত্তম ।

মার্চ ১৯৭১, ওই সময় পাকিস্তানি করাচিতে বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসাবে কর্মরত ছিলেন লিয়াকত আলী খান ।

হঠাৎ – ই বেজে ওঠে যুদ্ধের দামামা । নিরস্ত্র বাঙ্গালিদের ওপর হামলা করে পাকিস্তানি সেনাবাহিনী । ঢাকায় শুরু হয় পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞ । মুক্তিযুদ্ধ চলাকালীন , মে মাসের শেষে , মায়ের অসুস্থতার কথা বলে ঢাকায় আসেন লিয়াকত আলী খান ।

ভারতে যেয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে । প্রশিক্ষণ শেষে দায়িত্ব পালন । করেন ফাষ্ট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের এডজুটেন্ট হিসাবে ।জুলাই মাসে ময়মনসিংহের কামালপুর বর্ডারে প্রথম , মুখোমুখি হন শত্রুর ।

SOT এরপর চলে যান সিলেটে । নভেম্বর মাসের শেষ দিকে কানাইঘাটে মুখোমুখি হন পাকিস্তানি সেনাবাহিনীর ।২৬ নভেম্বর ভোরে পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধের একটি দলকে আত্ৰমণ করলে শত্রুর গুলিতে আহত হন তিনি । লাখো শহীদের আত্মদানে বেড়ে উঠবে ।

Exit mobile version