Site icon Amra Moulvibazari

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ৫২ লাখ টাকার ইট লুটের অভিযোগ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ৫২ লাখ টাকার ইট লুটের অভিযোগ


কুমিল্লার তিতাসে ৫২ লাখ টাকার ইট লুটের অভিযোগ উঠেছে শামসুল হক মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন জগতপুরস্থ ন্যাশনাল ইটভাটা দখল করে শামসুল হক মোল্লা, তার ছেলে নুরুজ্জামান ও ভাতিজা রাকিবুল ইসলামসহ ১৫-২০ জনের একটি দল ৭-৮টি ট্রাক্টর ভর্তি করে ইটগুলো নিয়ে যায়।

ন্যাশনাল ইটভাটার পার্টনার মো. জামাল হোসেন অভিযোগ করেন বলেন, ২০১২ সালে ব্রিকফিল্ডটি চালু হয়। সেই থেকে পার্টনার হিসেবে আবুল হোসেন মোল্লার সঙ্গে আমি ও নজরুল ইসলাম আছি। কিন্তু ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আবুল হোসেন মোল্লা পালিয়ে গেলে ইটভাটার পার্টনারদের মধ্যে শুরু হয় পাওনা টাকা নিয়ে দেন দরবার। এই ভাটায় শুরুতে আমি ২০ লাখ টাকা দিয়ে পার্টনার হয়েছি। যার লভ্যাংশ হিসেবে আমার পাওনা ৭৫ লাখ টাকা। কিন্তু টাকার হিসাব শেষ না হতেই ৫-৬ দিন যাবৎ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল হক মোল্লা লোকজন নিয়ে এসে ইটগুলো লুট করে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম অন্যান্য পার্টনারদের সঙ্গে কথা বলে তারপর ইট বেচাকেনা হবে। কিন্তু এর আগেই জোর করে ব্রিকফিল্ড থেকে প্রায় ৫২ লাখ টাকার ইট নিয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত শামসুল হক মোল্লা বলেন, আমি ওই ব্রিকফিল্ডের এখনো বৈধ মালিক। কিন্তু মামলাবাজ ও সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গংয়ের কারণে একযুগ ধরে এলাকায় এসে দাবি করতে পারিনি। হিসাব নিকাশ করতেও পারিনি। এখন সময় এসেছে, তাই মালিকানা দাবি নিয়ে ইট বিক্রি করছি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে গিয়ে জানা যায়, পার্টনারদের মধ্যে বিরোধ রয়েছে। সবাই বসলে হয়তো সমাধান হতো। এ বিষয়ে নজরদারি রাখছি।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version