Site icon Amra Moulvibazari

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার বনগ্রামের দুলাল সেখের ছেলে অটোরিকশাচালক সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অটোরিকশাটি পাবনা থেকে আসছিল। এরই এক পর্যায়ে মহাসড়কের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে পুলিশ আসার আগেই ট্রাক রেখে পালিয়েছেন চালক।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version