Site icon Amra Moulvibazari

ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি চ্যাপ্টারের যাত্রা শুরু

ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির ঢাবি চ্যাপ্টারের যাত্রা শুরু


গবেষণা সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির (এমআরএস) ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিভিন্ন ম্যাটেরিয়াল বিষয়ক গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সামি-উল-আলম সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়ালস রিসার্চের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি বিজ্ঞানের বিভিন্ন শাখার উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা পালন করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমআরএস এর স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা সহজেই বৈশ্বিক জ্ঞানের জগতে প্রবেশ করতে পারবে এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএস-ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এমএইচএ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version