Site icon Amra Moulvibazari

হাসিনার আমলে যারা নির্বাচন করেনি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি

হাসিনার আমলে যারা নির্বাচন করেনি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি


বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ৫ আগস্ট বিপ্লব নয়, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বিএনপি এককভাবে নয়, শেখ হাসিনার আমলে যারা নির্বাচন করেনি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যথা সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। না হয় এ আন্দোলন সংগ্রামে শহীদদের রক্ত বৃথা হয়ে যেতে পারে। তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোনো বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার। বিএনপি একক ভাবে ক্ষমতায় যেতে চায় না।

বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা দেশকে যেই জায়গায় নিয়ে গেছে সেখান থেকে উত্তোলন করতে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

রবিউল হাসান/আএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version