Site icon Amra Moulvibazari

সাদা টাই-ডাই গাউনে নজর কাড়লেন সোনম কাপুর

সাদা টাই-ডাই গাউনে নজর কাড়লেন সোনম কাপুর


 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর বরাবরই ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত। অন্যান্য বলিউড অভিনেত্রীদের চেয়েও তিনি ফ্যাশনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। ডিজাইনার সব পোশাক পরতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী।

তার ডিজাইনার পোশাকগুলো পছন্দ করেন বলিউডের অন্যান্য সেলিব্রিটিরাও। এই তো সেদিন মুম্বাইয়ের কনভার্স ইন্ডিয়া স্টোরের উদ্বোধনে সোনমের সাদা-গোল্ডেন টাই-ডাই লং স্লিভ ও টেইল গাউনে তার লুক দেখে বিমোহিত বলিউড অনেক তারকাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোনমের বোন বলিউডের ফিল্ম প্রডিউসার ও জনপ্রিয় সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর তার ইনস্টাগ্রাম পোস্টে সোনমের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। এরপর থেকেই বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে নেটিজেনরা সোনমের এই মোহনীয় অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন কমেন্ট সেকশনে।

কারিনা কাপুর থেকে শুরু করে শানায়া কাপুর, ভূমি পেডনেকার এমনকি অনিল কাপুরের মতো বলিউড তারকারা সোনমের এই লুকের ভূয়সী প্রশংসা করে মন্তব্য করেন ইনস্টাগ্রাম পোস্টে। সঙ্গে সোনমের হাজার হাজার ভক্ত ও অনুরাগীদের প্রশংসামূলক মন্তব্য তো আছেই।

আরও পড়ুন

মুম্বাইয়ের কনভার্স ইন্ডিয়া স্টোরের উদ্বোধনে সোনম গায়ে জড়ান সাধারণ কিন্তু নজরকাড়া সাদা-গোল্ডেনরঙা টার্টেল নেকের একটি টাই-ডাই প্রিন্টের গাউন। এই গাউনের স্লিভ ছিল পাফি লং স্লিভ। এমনকি গাউনটি ছিল ফ্লোর টাচ ও ব্যাক টেইল। পোশাকটি মূলত ব্লোনি অ্যাটেলিয়ার ব্র্যান্ডের।

এই পোশাকের সঙ্গে হাই হিলের পরিবর্তে সোনম বেছে নিয়েছিলেন একজোড়া সাদা কনভার্স স্নিকার্স। সব মিলিয়ে ছবিতে দুর্দান্ত দেখাচ্ছে সোনমকে। বিশেষ করে সবার নজর কেড়েছে তার লম্বা চুল। মাঝে সিঁথি কেটে দু’পাশে হেয়ার গ্লু স্টিক ব্যবহার করা হয়েছিল। সোনমের কানে ছিল কাফ দুল। আর ডান হাতে স্টাফড রিং।

এদিন তার সাজেও ছিল স্নিগ্ধভাব। স্যাভলিন কৌর মনচন্দার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় ন্যাচারাল সাজেই দেখা গেছে সোনমকে। হালকা গ্লিটারি আইশ্যাডে, স্মাজড আইলাইনার ও কোটেড মাশকারা দিয়েই সোনমের চোখের সাজ সম্পন্ন করেছেন মেকআপ আর্টিস্ট।

ন্যাচারাল মেকআপ লুক দিতে হালকা ব্লাশঅন, হাইলাইটার ও ন্যুড লিপস্টিক ব্যবহার করা হয় সোনমের সাজ সম্পন্ন করতে। সব মিলিয়ে পোশাকের সঙ্গে সিম্পল মেকআপে দারুণ দেখাচ্ছে সোনমকে।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version