Site icon Amra Moulvibazari

মৌলিক সংস্কার শেষে নির্বাচন চাই: আযম খান

মৌলিক সংস্কার শেষে নির্বাচন চাই: আযম খান


সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শেষ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। শনিবার (১৬ নভেম্বর) টাঙ্গাইলে এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, কেউ কেউ মনে করেন সংস্কার শেষ করে নির্বাচনে যাবেন। সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শেষ হওয়ার নয়। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার ততদিন চলবে। আর সেই সংস্কার প্রক্রিয়ার অগ্রযাত্রায় থাকবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান। যখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব হবে, তখনই প্রত্যেক সংস্কারও একটার পর একটা এগিয়ে যাবে। গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে। সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কার করে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version