Site icon Amra Moulvibazari

দিনাজপুরে ধুমধামের সঙ্গে রাস উৎসব পালিত

দিনাজপুরে ধুমধামের সঙ্গে রাস উৎসব পালিত


দিনাজপুর শহরের রায় সাহেব বাড়িতে পূর্ণিমার প্রথম প্রহরে রাস উৎসব পালিত হয়েছে। পূর্ণ অর্জনের লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরীধারী জিঁউ মন্দির প্রাঙ্গণে এই উৎসব পালিত হয়ে আসছে।

রাত ১২টা ১ মিনিটে বিশেষভাবে তৈরি রাসের মধ্যে রাঁধা গোবিন্দের মূর্তি বসিয়ে রাস ঘোরানো হয়। এসময় ভক্তরা একে এক রাসটি ঘোরাতে থাকেন। মন্দির প্রাঙ্গণে ব্যাপক আলোকসজ্জা করা হয়। বিকেল থেকে সারারাত মন্দিরে চলে পূজা ও আরতি। হাজারো ভক্তের পদচারনায় আনন্দমুখর হয়ে ওঠে রায় সাহেব বাড়ির চত্বর। রাস উপলক্ষে চলে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

ভক্ত দেবাসিস চন্দ্ররায় বলেন, ১৯৯৮ সাল থেকে শ্রী শ্রী গিরীধারী জিঁউ মন্দির প্রাঙ্গণে এই উৎসব পালিত হয়ে আসছে। হাজারো ভক্তের অংশগ্রহণে প্রতিবছর উৎসব মহা ধুমধামে পালিত হয়। ভক্তরা পূর্ণ অর্জনের লক্ষ্যে এই রাস পূর্ণিমায় এসে পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রার্থনা করেন। রাস সাহেব বাড়ি থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version