Site icon Amra Moulvibazari

ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙন নিয়ে নির্মাতার গোপন তথ্য

ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙন নিয়ে নির্মাতার গোপন তথ্য


 

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য কলহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। তাদের সম্পর্ক নিয়ে কেউ বলছেন, ঐশ্বরিয়া নাকি অভিষেককে ডিভোর্স দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আবার কেউ কেউ বলছেন, এসব খবর একেবারেই ভিত্তিহীন।

এবার অভিষেক-ঐশ্বরিয়ার গুঞ্জনের মাঝে গোপন তথ্য দিলেন পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, দুজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। তারা দুজন কখনোই আলাদা হতে পারেন না।

দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন এ নির্মাতাকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা রয়েছে নিখিলের। সেই সূত্রেই পরিচালক বলেছেন, ‘আজ পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা মোটেই সত্যি নয়’।

এদিকে বলিউড পাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি সময়ের ব্যাপার মাত্র! এরই মধ্য়ে নাকি আইনজীবীর সঙ্গে দুজনেই সাক্ষাৎ করেছেন। তবে গুঞ্জনে বিভিন্ন ধরনের কথা ছড়ালেও, বিচ্ছেদের ব্য়াপারে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া। শুধু তাই নয় এসব নিয়ে কেউ প্রশ্ন তারা সুকৌশলে এড়িয়ে যান। অন্যদিকে সংসার ভাঙার গুঞ্জনের মাঝে জুটি হিসেবে নাকি নতুন একটি সিনেমায় ঐশ্বরিয়া ও অভিষেক চুক্তিবদ্ধ হয়েছেন।

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারের কলহের খবর নতুন নয়। বচ্চন পরিবারের সম্পত্তিভাগের কারণেই বিবাদের সূত্রপাত হয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন, তারকা দম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার কারণেই অশান্তি শুরু হয়। একথা দ্রুত ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলেছেন, নিমরতই নাকি ঐশ্বরিয়ার কাছ থেকে অভিষেককে দূরে সরিয়ে নিয়েছেন। তবে এ গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত দুজনের কেউ মুখ না খুলছেন না।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version