Site icon Amra Moulvibazari

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস


যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব পর্যটনের সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট-২০২৪। এ আসরে অংশ নিয়ে বাংলাদেশকে তুলে ধরেছে বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড।

শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। এ আসরে তারা বাংলাদেশের হাজার বছরের গৌরবগাঁথা সাংস্কৃতিক ইতিহাস, ইতিহ্য ও দৃষ্টিনন্দন পর্যটন স্পট তুলে ধরেছে।

ট্রাভেল মার্কেটে অংশ নেওয়া বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের চেয়ারম্যান মেহনাজ মান্নান জানান, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের পর্যটন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বরাবরই ব্যর্থ হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশকে। সেই সঙ্গে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক ভ্রমণের গন্তব্য হিসেবে নিজ দেশকে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। লন্ডনের এক্সেল সেন্টারে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ইভেন্টে বেশ সাড়াও পেয়েছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের পর্যটনের বিকাশে পজেটিভ ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করি।

গত ৭ নভেম্বর পর্দা নামে লন্ডনের তিনদিনব্যাপী এ ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটের। যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি পর্যটকদের ইকো ট্যুরিজমে এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো তুলে ধরেন বাংলাদেশি ট্যুর অপারেটরেরা।

এমএমএ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version