চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় আগুনে একটি বেকারি ও গাড়ির ওয়ার্কশপ পুড়ে গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে সরাইপাড়া ওয়ার্ডের লোহারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, রাত ১টার দিকে বেকারিতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এতে বেকারি ও ওয়ার্কশপ পুরোটাই পুড়ে গেছে। তবে এসময় ওয়ার্কশপে কোনো গাড়ি ছিল না। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এএজেড/কেএসআর/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।