Site icon Amra Moulvibazari

প্রকাশ্যে পোশাক পাল্টে বার্বি রূপে উরফি

প্রকাশ্যে পোশাক পাল্টে বার্বি রূপে উরফি


ভারতীয় মডেল অভিনেত্রী উরফি জাভেদ কাজের চেয়ে অদ্ভুত ডিজাইনের পোশাক পরে বেশি আলোচনায় এসেছেন। এমন ফ্যাশনের কারণে তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু তাকে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি করছে সবাই। তবে এবার উরফিকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন প্রত্যেকে।

উরফি জাভেদ কখনো অর্ধনগ্ন হয়ে কখনো আবার অদ্ভুত পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়ান। এতে এক শ্রেণির দর্শকদের কাছে যেমন জনপ্রিয়তা তিনি যেমন পেয়েছেন, তেমনি কারো কারো কাছ থেকে পেয়েছেন উপহাস এবং নিন্দা। যদিও উরফি এতে বিন্দুমাত্র চিন্তিত নন। তবে এবার উরফির পোশাক দেখে নেটিজেনরা তো বটেই, চিত্র সাংবাদিকরাও মুগ্ধ হয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, উরফি একটি সাদামাটা পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

কিন্তু তারপরেই সেই পোশাকটি যখন তিনি খুললেন তখন ভেতরের অন্য একটি পোশাক সামনে বেরিয়ে এলো, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সবাই।

উরফি যে পোশাকটি পরেছিলেন সেটি একটি পার্পেল কালারের গাউন। গলায় পার্পেল কালারের নেকলেস। এই পোশাকটিতে অসম্ভব সুন্দর লাগছিল তাকে।

এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে একজন উরফিকে বার্বি ডলের সঙ্গেও তুলনা করেছেন। তবে এ তুলনা যে একেবারে যথাযথ, সেটা উরফিকে দেখলেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে না হতেই প্রায় সবাই উরফির সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে’। কেউ আবার বলেছেন, ‘সত্যি বার্বি লাগছে’।

এ ভাইরাল ভিডিও এবং মন্তব্যের ঘর দেখে আরও একবার প্রমাণিত হলো উরফি যেমন ছোট পোশাক পরে মানুষের থেকে নিন্দা পাচ্ছেন। তেমনি সুন্দর এবং মানানসই পোশাক পরে প্রশংসাও পেলেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Exit mobile version