Site icon Amra Moulvibazari

স্পেনের কাছে হেরে খাদের কিনারায় ডেনমার্ক

স্পেনের কাছে হেরে খাদের কিনারায় ডেনমার্ক


স্পেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে গত মাসেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ স্প্যানিশদের জন্য ছিল নিয়মরক্ষার। অন্যদিকে ডেনমার্কের জন্য শুক্রবারের ম্যাচ ছিল ব্যাপক গুরুত্বপূর্ণ। জিতলে বা ড্র করতে পারলেও ডেনিশদের জায়গা হয়ে যেতে শেষ আটে। কিন্তু ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে ডেনমার্ক।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী সোমবার সার্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে ডেনমার্ককে। সেটি করতে পারলে গ্রুপ এ৪ এর দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে পারবে ডেনিশরা; যেতে পারবে কোয়ার্টার ফাইনালে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। ৫ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে সুইজারল্যান্ড।

ইনজুরির কারণে ইউরো চ্যাম্পিয়ন দলের ফুটবলার দানি কার্ভাহাল, রদ্রি ও লামিন ইয়ামাল শুক্রবার স্পেনের হয়ে খেলেননি। প্রধান তারকারা না থাকলেও গোল পেতে বেগ পেতে হয়নি স্প্যানিশদের।

কোপেনহেগেনে ১৫ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী স্পেন। ৫৮ মিনিটে আয়োজ পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা।

৮৪ মিনিটে স্বাগতিক ডেনমার্কের হয়ে একটি গোল করেন গুস্তাব আইজেকসেন। শেষ বাঁশির সমতাসূচক গোলটি পায়নি ডেনমার্ক। ২-১ ব্যবধানের জয় নিয়ে দেশে ফেরত আসে স্প্যানিশরা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version