Site icon Amra Moulvibazari

নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন

নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন


নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্দুর রহমান খান।

এ উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কৃষক এ দেশের মূল চালিকা শক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের চিনি শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনি শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version