Site icon Amra Moulvibazari

সারা ভারত বন্ধের হুশিয়ারি কৃষকদের | Indian Farmers Protests | Delhi

সারা ভারত বন্ধের হুশিয়ারি কৃষকদের | Indian Farmers Protests | Delhi

ভারতে কৃষি আইন সংস্কারের দাবিতে সারা ভারতজুড়ে কৃষকদের ‘বন্ধ’ কর্মসূচি শুরু হয়েছে। মোদী সরকারের সাথে পাঁচ দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার শুরু হয় পূর্বঘোষিত এ ধর্মঘট।

গেল ১২ দিন ধরে দিল্লিতে চলছিল সারা ভারতের কৃষকদের অবস্থান ধর্মঘট। গুরুত্বপূর্ণ প্রবেশ পথ গুলোতে অবস্থানের কারণে প্রায় দুই সপ্তাহ ধরে কার্যত অচল ভারতের রাজধানী।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি, ভারতের প্রধান বিরোধী পার্টি কংগ্রেস সহ কম্পক্ষে ১৫টি দল এবং ১১টি রাজ্য সরকারবিরোধী কৃষকদের এই কর্মসূচিতে সম্মতি জানিয়েছে।

৯ ডিসেম্বর আবারো সরকারের সাথে আলোচনায় বসবেন কৃষক নেতারা। কৃষি খাতে বেসরকারি প্রভাব বিস্তারের লক্ষে বিজেপি সরকারের তিনটি বিল নিয়ে মুখোমুখি অবস্থানে কৃষকরা।


More of Indian Farmers Protests

আরো পড়ুনঃ


প্রতিনিয়ত সব খবরের আপডেট জানতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিনঃ Amramoulvibazari – আমরা মৌলভীবাজারি

Exit mobile version