Site icon Amra Moulvibazari

ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ১৭ নভেম্বর


 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ১৭ নভেম্বর রোববার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

পরদিন ১৮ নভেম্বর সোমবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) ডুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিবিষয়ক যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version