Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ’র উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বন্দরনগরীর চারটি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর সকাল ১১টায় পরীক্ষা শেষ হয়।

এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। কেন্দ্রীয় উপদেষ্টা কেফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুল জব্বার, সাবেক উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, আহ্বায়ক ইব্রাহীম হোসেন রনি, সদস্য সচিব মোজাহেরুল ইসলাম মুজাহিদসহ পরিচালনা পর্ষদ ও কর্ম পরিষদের সদস্যরা।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান নেহা বলেন, এটা হচ্ছে আমার জীবনের প্রথম পরীক্ষা। আগে কখনো বৃত্তি পরীক্ষা দেয়নি। অংকুর বৃত্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো লেগেছে। বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের পরীক্ষা আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক সহায়ক।

অভিভাবক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া অংকুর বৃত্তি পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষার আগে পরীক্ষা ভীতি কমে যাবে। বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা কেমন হবে এ বিষয়ে জানতে পারবে।

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, আমাদের সমাজে অনেক ধরনের বৃত্তি পরীক্ষা দেখে থাকি। অংকুর একটি অনন্য প্রতিষ্ঠান।আজকেও প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।অংকুর বৃত্তি পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতি নেই।এখানে শুধু মেধাবী করা হয় না, মেধার পাশাপাশি ভবিষ্যতে যেন নিজেকে তৈরি করতে পারে এটাও দেখা হয়।একটি ন্যায়-নীতি আদর্শিক সমাজ গড়ে তুলতে পারে।

এসময় অংকুর বৃত্তি প্রকল্পের আয়োজকরা প্রশাসন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় প্রতিবারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৫ সাল থেকে বৃত্তি প্রকল্প ছাড়া স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও যোগ্য মানবসম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version