Site icon Amra Moulvibazari

বোমা হামলায় বিএনপি কর্মী নিহত

বোমা হামলায় বিএনপি কর্মী নিহত


মাদারীপুরে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামে বিএনপির এক কর্মী মারা গেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুজন কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াতলা বাজারে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিএনপির উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের উদ্দেশ্যে কালকিনি সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী মোটরসাইকেলে রওনা দেন। নেতাকর্মীরা কালকিনির খালেকেরহাট নামকস্থানে এলে হঠাৎ তাদের ওপর বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সুজন সরদার ও শামীম বেপারীসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজন সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান সুজন।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক বেপারী বলেন, জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে ৫০-৬০ জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর বোমা হামলা চালায়। এতে আমাদের প্রায় ৫-৭ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। আমরা এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, আমি ঢাকায় আছি। এ হামলার বিষয়ে কিছু জানি না। আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমরা জানতে পেরেছি আহত সুজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরই মধ্যে থানা পুলিশের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version