শাহরিয়ার খাঁন সাকিব: “স্বপ্ন আপনারা, বাস্তবায়নের সহযোগিতা আমাদের” এই প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারে উদ্বোধন হলো স্টাডি সলিউশনের অফিস।শনিবার (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল রোডস্থ রয়েল ম্যানশনের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিশিষ্ট সংগঠক ও স্টাডি সলিউশনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মিজানুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, বাসসের জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক আবু তাহের, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহবুদ্দিন আহমেদ, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, প্রবাসী কমিউনিটি নেতা নান্টু মিয়া।
এসময় স্বাগত বক্তব্য রাখেন স্টাডি সলিউশনের সিইও নাজমুল হোসাইন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম, কে এম আকলু, নুরুল ইসলাম রাকিব, আব্দুল কাইয়ুম, সৈয়দ আবু হাসান জিল্লুল, তাকবীর হোসাইন, শাহ রাজুল আলী, মো. তাহির মিয়া মুন্না, আশরাফুল খাঁন রুহেল, সোহান হোসাইন হেলাল, সাইফুর রহমান চৌধুরী, সাব্বির আহমদ তপু, এম জুনেদ আহমেদ, রুমেল আহমদ, আব্দুল মুত্তাকীন শিপলু, সিরাজুল হাসান, মাহবুবুর রহমান অপু,
ফুয়াজ্জামান, নাঈম আহমেদ তালুকদার, ইয়াছিন তালুকদার, সাহেদ আহমদ, শাহরিয়ার খাঁন সাকিব, আশরাফ চৌধুরী সাব্বির, আহমেদ রনি, জামিল আহমদ, এসএম ফজলু, নাসরীন প্রিয়া, সাইদুল ইসলাম রিমন, মুস্তাকিম আহমেদ রাহি, মাহফুজ আহমেদ, আমায়াত রহমান, এসএম জুয়েল প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি নেছার আহমদ কাদেরী।স্টডি সলিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন আমাদের পূর্বপুরুষরা যখন শুরু করেছিলেন তখন ব্রিটিশ যে কাপড়-চোপড় পরতো ইন্ডিয়ানরা সেটাকে বর্জন করেছিলো।কিন্তু ইংলিশকে তারা বর্জন করেনি। আর আমরা ইংলিশকে বর্জন করলাম কাপড়-চোপড় রেখে দিয়েছি।
এটাই আমাদের মূল প্রবলেম হয়ে গেলো। ইন্ডিয়াতে যে রাখাল ছেলে গরু রাখতে যায়, সে ইংলিশ পেপার নিয়ে যায়।আর আমাদের দেশে মাস্টার্স পাশ করে একটি চাকরি দরখাস্ত করে সেখানে পাঁচ থেকে দশটা বাংলা বানান ভূল।
আর ইংলিশ যদি হয় তাহলে তো হয়েছে। আজকের এই প্রতিষ্ঠানটি মৌলভীবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
আমরা আশা করি আপনারা যদি আইএলটিএস হোক স্পোকেন ইংলিশ হোক বা আরবি হোক ঠিকমতো করেন আমাদের কাছ থেকে আপনাদের কখনো সাহায্যের হাত উঠবে না। কিন্তু আপনাদের সেরকম হয়ে উঠতে হবে।
আমার চাইবো আপনাদের প্রতিষ্ঠানটি মৌলভীবাজারের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয় সেই প্রত্যাশা রাখি।