Site icon Amra Moulvibazari

ভালো খেলেও না জিতলে কেউ মূল্যায়ন করে না

ভালো খেলেও না জিতলে কেউ মূল্যায়ন করে না


মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ ভালো খেলেও হেরেছে বাংলাদেশ। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব-ফাহিমরা। মালদ্বীপ একটি সুযোগ পেয়েই কাজে লাগিয়ে বাজিমাত করেছে। বাংলাদেশের মাটিতে প্রথম জয়টি এখন মালদ্বীপের জন্য ঐতিহাসিক ঘটনা। অথচ এই মালদ্বীপ গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ২-১ গোলে হেরে যাওয়ার পর গত এক বছর কোনো ম্যাচই খেলেনি। এমন কি দেশটিতে হচ্ছে না ঘরোয়া ফুটবলও। নিজেদের মধ্যে ভাগাভাগি করে ম্যাচ খেলাটাই তাদের অনুশীলনের একমাত্র ভরসা। এমন একটি ছন্নছাড়া দল বাংলাদেশে এসে প্রথমবার জিতে নিলো ম্যাচ।

বছরের পর বছর মালদ্বীপের জয় আর বাংলাদেশের হারটাই মানুষ মনে রাখবে। সবাই ভুলে যাবে এই ম্যাচে বাংলাদেশ কতটা ঝড় বইয়ে দিয়েছিল দ্বীপ দেশটির রক্ষণে। ইতিহাস মালদ্বীপের জয়ের স্বাক্ষীই দেবে। দলের অন্যতম সিনিয়র খেলোয়ার মিডফিল্ডার সোহেল রানা এই বাস্তবতাটাই উপলব্ধি করছে। তারা যে ভালো খেলেছে সেটা কেউ বলছেন না, এক বছর খেলার বাইরে থাকা মালদ্বীপের কাছে কেন হারলেও এই প্রশ্নের তীরেই তারা বিদ্ধ হচ্ছেন।

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে সোহেল রানা আগের ম্যাচ এই দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন, ‘আমরা প্রথম ম্যাচটি জয়ের প্রত্যাশা করেছিলাম। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।’

ভালো খেলে হেরে গেলে কেউ মূল্যায়ন করে না উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরাই চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।’

সুযোগ পেলে যে কাউকে গোল করতে হবে উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘গোলের জন্য কেবল ফরোয়ার্ডদের নির্ভর করলে হবে না। যার সামনে সুযোগ আসবে তারই গোলের চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস শনিবারের ম্যাচে যে কেউ গোল করতে পারে।’

প্রথম ম্যাচের ফলাফলকে হতাশাজনক ও কষ্টদায়ক উল্লেখ করে দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা অনেক ভালো খেলেছিলাম। জয়ের বিষয়েও বড় প্রত্যাশা ছিল। প্রথম ম্যাচের পর আমাদের রিকভারি সেশন ভালো হয়েছে। সবাই ইতিবাচক। জয়ের জন্য আমাদের সামনের দিকেই তাকাতে হবে। প্রথম ম্যাচে আমরা বেশিরভাগ সময় প্রতিপক্ষের বক্সে থাকলেও আমরা গোল করতে পারিনি। এটাই বাস্তবতা।’

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version