Site icon Amra Moulvibazari

ঢাকাস্থ মাগুরা ফোরামের যাত্রা শুরু

ঢাকাস্থ মাগুরা ফোরামের যাত্রা শুরু


আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ঢাকাস্থ মাগুরা ফোরাম। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সাধারণ সভা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সদস্য সচিব মো. আলমগীর হাসান রাজু। পরে অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক মো. আলী আফজাল। পরে অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন মো. আলমগীর হাসান রাজু।

পরবর্তীতে মো. আলী আফজলকে সভাপতি এবং মো. আলমগীর হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এসময় মো. আলী আফজল বলেন, মাগুরা জেলা অবহেলিত ছিল। মাগুরা থেকে যারা ঢাকায় আসে তাদের অনেকেরই অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা তাদের সহযোগিতা করবো। একটা সময় মাগুরা থেকে যারা ঢাকায় আসতো তাদের সহযোগিতা করার মতো তেমন লোক ছিল না। আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা সহযোগিতার হওয়া উচিত।

মো. আলী আফজল বলেন, এর আগে যারা ক্ষমতায় থেকেছেন তারা স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা দীর্ঘমেয়াদি কাজ করতে পারি। মাগুরার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ রয়েছে। এগুলো চালুর উদ্যোগ নিতে পারি। মেডিকেল কলেজ ও সড়ক চার লেনের কাজ অনেকটা থেমে আছে। আমরা সেগুলো এগিয়ে নিতে কাজ করতে পারি।

তিনি বলেন, আমরা চাই ব্যবসা-বাণিজ্যেও মাগুরাবাসী এগিয়ে যাক। আল্লাহ বলেছেন রিজিকের ৯০ শতাংশের বেশি ব্যবসার মধ্যে অন্তর্নিহিত। এসব জায়গায় আমাদের সংগঠন তাদের সহযোগিতা করবে। আমরা চাই, করপোরেট সেক্টরে মাগুরাবাসী নেতৃত্ব দিক। এসব ক্ষেত্রে আমাদের সংগঠন তাদের সহযোগিতা করবে। এটি তাদের জন্য প্ল্যাটফর্ম হতে পারে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুর রহমান মনির, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আজমত হোসাইন, ডা. মো. সোলাইমান হোসেন ও মো. আনিসুর রহমান বিশ্বাস, ড সাইয়েদ আলী, নাজমুল ইসলাম রাজা ও মেসবাহুল কবীর মুক্ত প্রমুখ।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version