Site icon Amra Moulvibazari

আপনার যেসব বদভ্যাসে স্মার্টফোনের ক্ষতি হচ্ছে

আপনার যেসব বদভ্যাসে স্মার্টফোনের ক্ষতি হচ্ছে


স্মার্টফোন সারাক্ষণের সঙ্গী। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে জানেন কি? আপনার কিছু বদভ্যাসের কারণেই স্মার্টফোনের ক্ষতি হচ্ছে।

ছোট ছোট ভুলের কারণেই দামি স্মার্টফোনের ক্ষতি হচ্ছে। এত দরকারি ডিভাইসটিকে যতটা সম্ভব যত্নে রাখা উচিত। যাতে নতুনের মতো থাকে। কারণ নতুন ফোন কেনা সবসময় সম্ভব নয়। চলুন জেনে নিন সেগুলো কী কী-

রাতভর স্মার্টফোন চার্জিং
অনেকেই ফোন চার্জে বসিয়ে শুতে যান। রাতভর চার্জ হতে থাকে। এতে ব্যাটারির উপর অত্যধিক চাপ পড়ে। ব্যাটারি অকালে নষ্ট হয়ে যায়। অনেক ইউজার আবার কোম্পানির ব্যাটারি সিকিউরিটি সেটিংসও মানেন না। সাধারণত ফুল চার্জ হয়ে গেলে বা ফুল চার্জের কাছাকাছি পৌঁছালেই আনপ্লাগ করা উচিত। এছাড়া ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগেই চার্জে বসাতে হয়। এতে ব্যাটারি ভালো থাকে।

পরনের জামা দিয়েই ফোনের স্ক্রিন পরিস্কার
স্ক্রিনে কিছু পড়লে পরনের জামা বা টি শার্টে ঘষে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এতে লাভের লাভ কিছু হয় না। বরং ধুলো, ময়লা স্ক্রিনেই লেপ্টে যেতে পারে। এমনকি ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকে। টেক বিশেষজ্ঞরা, ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোছামুছির জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেন। এতে স্ক্র্যাচ পড়ার স্মভবনা থাকে না, ময়লা উঠে আসে, ফোন দীর্ঘসময়ের জন্য নতুন দেখায়।

সমুদ্রের পানিতে স্মার্টফোন নেবেন না
ইদানীং বেশিরভাগ ফোনই ডাস্ট এবং ওয়াটার প্রুফ। ফোন নির্মাতা সংস্থাগুলিও ফলাও করে IP68 রেটিংয়ের বিজ্ঞাপন দেয়। কিন্তু অনেকেই জানেন না এটা সমুদ্রের জলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সমুদ্রের পানিতে লবণ এবং খনিজ পদার্থ থাকে। এগুলো ফোনের চার্জিং পোর্টের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। সুতরাং যতই IP68 রেটিং থাকুক, সি বিচে গেলে ফোন ব্যবহার না করাই ভালো।

ইউভি-কিউরড টেম্পারড গ্লাস
দামি ফোন যত্নে রাখতে গিয়ে উল্টো বিপত্তিও হয়। তার সবচেয়ে বড় উদাহরণ ইউভি-কিউরড টেম্পারড গ্লাস। অনেকেই ব্যবহার করেন। ফোনের স্ক্রিনের উপর আঠা দিয়ে এই গ্লাস লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আঠা যদি ইয়ারপিস, স্পিকার বা বাটনে ঢুকে যায়, তাহলে মুশকিল।

কমদামি কভার
কথায় বলে সস্তার তিন অবস্থা। ফোন কভারের ক্ষেত্রে এটা আরও ভালো বোঝা যায়। ধুলা, ময়লা আটকানোর জন্যই কভার। কিন্তু কমদামি কভারে অনায়াসে বাসা বাঁধে যত রাজ্যের ধুলা। এমনকি স্ক্র্যাচও পড়ে। লাভ কিছুই হয় না, উল্টে ক্ষতি হয়। তাই ফোন ভালো রাখতে চাইলে সস্তা কভার এড়ানোই ভালো।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version