Site icon Amra Moulvibazari

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি (ভিডিও)

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি (ভিডিও)


লিওনেল মেসিকে ফুটবলপ্রেমীরা ভদ্র খেলোয়াড় হিসেবেই চেনে। তবে অনেক সময় এই ভদ্র খেলোয়াড়কেই দেখা যায় অচেনা রূপে। যেমনটা দেখা গেলো প্যারাগুয়ে-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে।

ম্যাচের এক পর্যায়ে ব্রাজিলিয়ান রেফারিকে রীতিমত আঙুল তুলে শাসিয়েছেন মেসি। ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করছেন, রেফারিকে মেসি গালাগালিও করেছেন।

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমে গোল করেও ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে পুরোটা সময় খেললেও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি মেসি। সেই কারণেই কিনা কে জানে, এক পর্যায়ে মেজাজ হারাতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে।

ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার মেসি। তবে এবার আর হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তাতেই আপত্তি তোলে আর্জেন্টাইনরা।

এ ঘটনার জেরে খেলার মাঝ বিরতির সময় মাঠেই রেফারিকে কিছু বলতে দেখা যায় মেসিকে। সেগুলো যে আক্রমণাত্মক কিছু ছিল, সেটা বোঝা গেছে মেসির অঙ্গভঙ্গিতে। ছড়িয়ে পড়া বেশিরভাগ ভিডিওতে দাবি করা হয়েছে, মেসি রেফারিকে বাজে একটা গালি দিয়ে পরে বলেছেন-‘তুমি একটা কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’

মেসির এমন আগ্রাসী চেহারা সচরাচর দেখা যায় না। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও তাই এ ব্যাপারে প্রশ্ন শুনতে হলো।

স্কালোনি জবাবে বলেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Exit mobile version