Site icon Amra Moulvibazari

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান, ৬ জনের কারাদণ্ড

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান, ৬ জনের কারাদণ্ড


পাবনায় পদ্মা থেকে বালু উত্তোলনের সময় বাল্কহেড-ড্রেজারসহ ছয়জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে নদীর চরতারাপুর পয়েন্ট থেকে আটকের পর তাদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন এ কারাদণ্ড দেন।

তারা হলেন, গোপালগঞ্জের ফরিদ শেখ (৩০), ঝালকাঠির হানিফ খা (৩০), তৌহিদ খান (২৫), রাজবাড়ীর রতন প্রামাণিক (৩৫), পটুয়াখালীর ইব্রাহিম জমাদ্দার (৩০) ও পিরোজপুরের নাহিদ হাসান (২০)।

নৌপুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে তারা ড্রেজার ও বাল্কহেড ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়জনকে আটক করতে পুলিশ। জব্দ ড্রেজারের মালিক রাজবাড়ীর ধাওয়াপাড়ার জলিল ও বাল্কহেডের মালিক চাঁদপুরের গোলাম মর্তুজা।

এসময় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ, নাজিরগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকীবুল্লাহ, ভাঁড়ারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু সাইয়্যিদ প্রমুখ
উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version