Site icon Amra Moulvibazari

রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী

রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে অনশনে বসেছেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান মারুফ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবুল কলাম আজাদ, ফার্সি বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আল-শাহরিয়া ও শারিরীক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মাসুম ও একজনের নাম জানা যায়নি।

মেহেদি হাসান মারুফ বলেন, আমাদের চব্বিশের গনঅভ্যুত্থানের দাবি ছিল কোটার বিরুদ্ধে। সেখানে এ কোটাই যদি থেকে যায়, তাহলে চব্বিশের বিপ্লবীদের সঙ্গে বেইমানি করা হবে। অবিলম্বে এ পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে।

অনশনে বসা আরেক শিক্ষার্থী বলেন,আমরা দীর্ঘদিন থেকে পোষ্য কোটা বাতিলেন দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি রাখা হয়নি। তারা কী পিছিয়ে পড়া জনগোষ্ঠী? যদি তাই না হয়, তাহলে পোষ্য কোটা রাখার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। অবিলম্বে পোষ্য কোটা বাতিল হবে। নাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। তবে এ কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিবেচনা করা হবে। পোষ্য কোটা বহাল রেখে ১% কমিয়ে ৩% রাখা হয়েছে। এছাড়া, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version