Site icon Amra Moulvibazari

গেঞ্জি-পাজামা পরে মদ কিনতে গিয়েছিলেন আল্লু

গেঞ্জি-পাজামা পরে মদ কিনতে গিয়েছিলেন আল্লু


‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমার নায়ক আল্লু অর্জুন অল্প সময়ের মধ্যেই তারকা খ্যাতি পেয়েছেন। ২০২১ সালে মুক্তি পেয়েছিল বহুভাষিক এ সিনেমা। সে সময়েই একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এতে দেখা যায় হাতাকাটা গেঞ্জি আর পাজামা পরে এক যুবক দোকানে কিছু কিনতে এসেছেন। নেটিজেনদের দাবি, ওই যুবকই আল্লু। এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলতে থাকে। অবশেষে এ প্রসঙ্গে অভিনেতা নিজেই বিষয়ে মুখ খুললেন। যদিও এর মধ্যে তিনটি বছর কেটেছে। এ দিকে শিগগির ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘পুষ্পা-২: দ্য রুল’মুক্তি পাচ্ছে।

কিন্তু এর আগে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নেটনাগরিকের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। জানা গেছে, ২০১৭ সালে গোয়ার এক মদের দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। তত দিনে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু। তার নামেই চলতে থাকে ভিডিওটি। কিন্তু সত্যিই কি ওই যুবক আল্লু অর্জুন? সন্দেহ ছিলই, চলছিল বিতর্ক।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে আল্লু অর্জুন স্বীকার করে নিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছিল, সেটি তিনিই। স্বীকার করেছেন, মদ কেনার উদ্দেশ্যেই তিনি গোয়ার ওই দোকানে গিয়েছিলেন বহু বছর আগে।

আরও পড়ুন:

‘পুষ্পা-২’ মুক্তির আগে অল্লু যোগ দিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ নন্দমুরি বালকৃষ্ণর চ্যাট শো-এ। যে পর্বে এই প্রশ্ন করা হয় আল্লুকে, সেখানেই তিনি দাবি করেন, ২০১৭ সালে গোয়ায় এক বন্ধুর জন্য পানীয় কিনতে ওই দোকানে গিয়েছিলেন তিনি। যে বন্ধুর জন্য গিয়েছিলেন সেই বন্ধুও ওই শো-এ আসবেন বলে জানিয়েছেন আল্লু। ফলে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। হয়তো কোনো চমক অপেক্ষা করছে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version