Site icon Amra Moulvibazari

গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতিসহ ২০৩ জনের নামে মামলা

গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতিসহ ২০৩ জনের নামে মামলা


গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন মিয়াসহ ২০৩ জনের মামলা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা মামলাটি করেন।

মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে প্রধান আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ৪ আগস্ট টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন উত্তরা বিএনএস টাওয়ারের সামনে ছাত্র আন্দোলনে যোগ দেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা ছাত্রদের ওপর চারদিক থেকে আক্রমণ চালায়। এতে ওই ছাত্র চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version