Site icon Amra Moulvibazari

ড. ইউনূসকে বই উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী

ড. ইউনূসকে বই উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো অ্যালকমিনের স্ত্রী লু অ্যালকমিন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ব্রাজিলের দ্বিতীয় নারী ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে নিয়ে রচিত তার লেখা একটি বই প্রধান উপদেষ্টাকে উপহার দেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার বইগুলো অনুবাদ করেছেন এবং সামাজিক ব্যবসা উদ্যোগ চালু করেছেন।

এসময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য এবং সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাক্ষাতকালে এসডিজিবিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version