Site icon Amra Moulvibazari

উইঘুর মুসলিমদের শুকরের মাংস খাওয়াতে নির্যাতন করে চীন | Uyghur Crisis

উইঘুর মুসলিমদের শুকরের মাংস খাওয়াতে নির্যাতন করে চীন | Uyghur Crisis

জিঞ্জিয়াং প্রদেশে জোরপূর্বক উইঘুর মুসলিমদের শুকরের মাংস খাওয়ানোর চেষ্ঠা করে চীনা সরকার। সম্প্রতি এই অভিযোগ তুলেছেন সেখান থেকে মুক্তি পাওয়া এক নারী বন্দী।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে প্রকাশিত হয় নির্যাতনের এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, শিক্ষা এবং সংশোধনাগারের নামে উইঘুর মুসলিমদের উপর চালানো হচ্ছে নির্যাতন।

সায়রাতুল সৌতবায় নামের ওই নারীর দাবি শুক্রবার জোরপূর্বক মুসলিমদের শুকরের মাংস খাওয়ানোর চেষ্ঠা করা হতো। অনিচ্ছা প্রকাশ করলে তাদের উপর করা হতো অমানুসিক নির্যাতন। দু বছর আগে মুক্তি পেয়ে তিনি এখন সুইডেনে বসবাস করছেন।

উইঘুর মুসলিমদের অবস্থা নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন তিনি। সেখানে উঠে আসে বেইজিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি সহ, জোরপূর্বক চীনা মতাদর্শের প্রতি আনগত্য প্রকাশের দিকটি।

Exit mobile version