Site icon Amra Moulvibazari

পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে শীত

পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে শীত


পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। তবে এই রাজ্যের মানুষকে শীতের ঠান্ডা আমেজ উপভোগ করতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। এমনটাই জানালেন কলকাতার আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিনের মধ্যেই বেশ কয়েক ডিগ্ৰি তাপমাত্রা কমতে চলেছে পশ্চিমবঙ্গে। কলকাতায় শুক্রবার (১৫ নভেম্বর) তাপমাত্রা কমবে। তারপর থেকেই ধীরে ধীরে শীতের আমেজ শুরু হয়ে যাবে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যে আর কয়েকদিনের মধ্যেই দাপট দেখাবে উত্তরের হাওয়া। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যজুড়ে তিন থেকে চার ডিগ্ৰি তাপমাত্রা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ দশমিক ৩ ডিগ্ৰি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৮ ডিগ্ৰি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্ৰি থেকে ৩১ ডিগ্ৰি সেলসিয়াসের মধ্যে।

বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্ৰাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে।

তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শীত বেশি অনুভূত হবে। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সে মনোরম পরিবেশ থাকবে। শীতের মৌসুমে আনন্দে পাহাড়ে বেড়াতে পারবেন দেশ-বিদেশি পর্যটকরা।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version