রাজধানীর বংশালে কাজী আলাউদ্দিন মোড় মেয়র গলি এলাকায় মোছা. জেসমিন আক্তার (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী হুমায়ুন কবির জানান, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি একটি মধ্যবয়সী নারী রাস্তায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমআরএম/জেআইএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।