Site icon Amra Moulvibazari

বাংলাদেশে মৌলবাদের কোনো ঠাঁই নেই : যুবলীগ চেয়ারম্যান

বাংলাদেশে মৌলবাদের কোনো ঠাঁই নেই : যুবলীগ চেয়ারম্যান

বাংলাদেশের মাটিতে ধর্মান্ধতা এবং মৌলবাদের কোন স্থান হবে না বলে হুশিয়ারী দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মুক্তিযুদ্ধের মূল চার নীতির ওপরই দেশ এগিয়ে যাবে।যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজজুল হক মনির ৮১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন নেতারা।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীতে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে সংগঠনের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। ধানমন্ডির পর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে পচাত্তরের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

যুবলীগ চেয়ারম্যান বলেন শেখ মনি’র দেখানো পথেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলছে তার গড়া সংগঠন। তিনি বলেন, দেশে মৌলবাদী নীতি কোনোদিন ঠাঁই পাবে না।

Exit mobile version