Site icon Amra Moulvibazari

হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেফতার

হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেফতার


ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে।

বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চকবাজার থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সোলায়মান সেলিম। তিনি গুলশানে এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানা পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। গত ১ সেপ্টেম্বর হাজি সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

টিটি/এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version