Site icon Amra Moulvibazari

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিল (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মৃত শাকিল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বড়গাঁও এলাকার জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিষয়ের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত শাকিল গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ২২ জন ভর্তি আছেন। এরমধ্যে পুরুষ ১৬ জন, নারী ৫ জন, শিশু একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version