Site icon Amra Moulvibazari

পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত সর্দার আটক

পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত সর্দার আটক


কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় কক্সবাজারের দুর্ধর্ষ ডাকাত সর্দার জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে (৩৮) আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আরও রয়েছে, পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও পুলিশ। অভিযান চলাকালীন একটি টিনের ঘর থেকে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত দলের প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করে।’

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এএজেড/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version