চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাইমদসহ নুর বক্স (৪৫) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নুর বক্স আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা বাদামতল এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে বোয়ালখালী থানার কানুনগোপাড়া পোস্ট অফিস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ মিনহাজ বলেন, মদ উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নূর বক্সসহ তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার নুর বক্সকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/ইএ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।