Site icon Amra Moulvibazari

ঝালকাঠিতে আমুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

ঝালকাঠিতে আমুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা


ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে এজাহার দায়ের করলে বুধবার রাতে মামলাটি সদর থানায় রেকর্ড করা হয়। মামলা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জোবায়ের।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের নির্বাহী সদস্য গোলাম রাব্বানি চিনু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সেক্রেটারি মাহবুব হোসেন, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, সদর উপজেলা সভাপতি রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ, জেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালি, জেলা কৃষকলীগ সভাপতি আ. মান্নান রসূল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধুসহ ৫৯ জন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরে নির্দেশ দেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু।

মামলার বাদী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে মামলা করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে একটি অভিযোগ দিলে সেটা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

মো. আতিকুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version