Site icon Amra Moulvibazari

পাসপোর্ট জালিয়াতি করে যুবলীগ নেতার জামিনের অভিযোগ

পাসপোর্ট জালিয়াতি করে যুবলীগ নেতার জামিনের অভিযোগ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেফতার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহজাহানের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি করে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে অভিযোগের ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।

আদালত সূত্রে জানা গেছে, মহিপালে ছাত্র আন্দোলনে সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেফতার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহজাহানকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) পাসপোর্টে ভুয়া বহির্গমন ও আগমন সিল ব্যবহারের অভিযোগ তুলে তার জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষ।

বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আসামি পাসপোর্ট জালিয়াতি করে জামিন নিয়েছেন। তাই আদালতে তার জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এ বিষয়ে এখনো কোনো আদেশ পাইনি। আদেশ পেলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version