Site icon Amra Moulvibazari

দেশের প্রথম ১৮+ সিনেমা ‌মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর

দেশের প্রথম ১৮+ সিনেমা ‌মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর


দেশের প্রথমবার ১৮+ সিনেমা আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার নাম ‘ভয়াল’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে ছবির যে বার্তা, তা খুবই ইউনিক। যারা ছবিটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি ভয়াল ছবিতে। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করছি, প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় তা ফুটে উঠেছে, আশাকরি দর্শকদের ভালো লাগবে।’

গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল ছবিতে মা বাবার সাথে সন্তানের ভালোবাসা ও ফুটে উঠেছে, পুরো পরিবার নিয়ে ভয়াল দর্শকদের দেখার আমন্ত্রণ রইলো, এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবে না।’

এমআই/এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version