Site icon Amra Moulvibazari

এক টিকিট কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে এয়ার এ্যাস্ট্রা

এক টিকিট কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে এয়ার এ্যাস্ট্রা


আকাশপথে যাত্রীদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টিকিট দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা। এজন্য ২০ হাজার আসন উন্মুক্ত করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন যে কোনো রুটে বাই ওয়ান গেট ওয়ান ভিত্তিতে টিকিট কেনা যাবে।

এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা কিনতে পারবেন এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে।

বুধবার (১৩ নভেম্বর) এয়ার এ্যাস্ট্রার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার এ্যাস্টার দুই বছর পূর্তির আগেই আইএটিএ মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়ার উদযাপন উপলক্ষে যাত্রীদের জন্য একটি অভূতপূর্ব অফার দেওয়া হয়েছে।

অফারটি সম্পর্কে এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, এয়ার এ্যাস্ট্রা সবসময় যাত্রীদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে। আমরা এরই মধ্যে ইন-ফ্লাইটে শিশুদের জন্য ফানবুক, ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটসহ বিভিন্ন সুবিধাদি যোগ করেছি। এবার এয়ার এ্যাস্ট্রার দুই বছর পূর্তি উপলক্ষে ২০ হাজার আসন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে দিচ্ছি।

অফারটি পেতে সর্বনিম্ন দুজন যাত্রীকে একসঙ্গে টিকিট কিনতে হবে। একটি কিনলে একটি ফ্রি অফারে যাত্রীরা টিকিট কিনতে পারবেন ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ভ্রমণ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

বর্তমানে এয়ার এ্যাস্ট্রা ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

এমএমএ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version