Site icon Amra Moulvibazari

দুই স্ত্রীসহ সিভিল এভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুই স্ত্রীসহ সিভিল এভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা


পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিভিল এভিয়েশন-২ এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়া এবং তার দুই স্ত্রী মিসেস মারুফা আক্তার ও মরিয়মের নেছার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় আসামি সিভিল এভিয়েশন-২ এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়ার বিরুদ্ধে চার লাখ ৬৭ হাজার ৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং ৪৬ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী মারুফা আক্তারকে প্রধান আসামি ও মো. ইউনুস ভূঁইয়াকে সহযোগী আসামি করা হয়েছে। ইউনুসের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের চেষ্টা করেছেন মারুফা আক্তার। মামলায় তার (মারুফা) নিজ নামে তিন লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ৬৫ লাখ টাকার সম্পত্তির মালিকানা প্রমাণ পেয়েছে দুদক।

আর তৃতীয় মামলায় মো. ইউনুস ভূঁইয়ার অপর স্ত্রী মরিয়মের নেছাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তার (ইউনুস) বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, স্ত্রী মরিয়ম অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ৫৭ লাখ ৬১ হাজার ১৮১ টাকার সম্পত্তির মালিকানা অবৈধ উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন। তিনটি মামলায়ই আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version