স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন চার হাজার ৫৫২ জন।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর অর্থাৎ, ২০২৩ সালের ৯ ডিসেম্বর সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ১১ মাসেরও বেশি সময় পর ফল প্রকাশ করলো পিএসসি।
জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দুই হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেছিলেন ৮ হাজার ৮৩৭ জন।
সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে।
এএএইচ/এমএএইচ/জিকেএস