Site icon Amra Moulvibazari

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: মেয়র শাহাদাত

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: মেয়র শাহাদাত


দেশের কল্যাণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে প্রকৌশলীদের প্রযুক্তিগত জ্ঞান আরও বাড়াতে হবে। দেশের কল্যাণে নতুন আবিষ্কার করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে জনগণের কাতারে এসে কাজ করে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে।’

বুধবার (১৩ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরের আমবাগানে অবস্থিত আইডিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।

বক্তব্য দেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ টিটু, প্রকৌশলী জয়নুল আবেদীন, চট্টগ্রাম আইডিইবির সাবেক সেক্রেটারী আবু তাহের, আইডিইবির সাবেক সেক্রেটারি রহিমউল্লাহ, চট্টগ্রাম জেলা আইডিইবির আহ্বায়ক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দিন প্রমুখ।

এ সময় সিডিএ, সিটি করপোরেশন, পিডিপি, পিজিসিবিসহ সরকারি ও বেসরকারি প্রকৌশলী, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএজেড/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version