Site icon Amra Moulvibazari

স্পেনের বন্যা কবলিত এলাকায় এবার ঝড়ের পূর্বাভাস

স্পেনের বন্যা কবলিত এলাকায় এবার ঝড়ের পূর্বাভাস


স্পেনের ভ্যালেন্সিয়ায় কিছুদিন আগেই ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যার ক্ষতচিহ্ন মেটেনি এখনো। এর মধ্যেই আবহাওয়াজনিত নতুন বিপদের শঙ্কায় এলাকাটির বাসিন্দারা। বন্যার পর এবার ভ্যালেন্সিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঝড় আর তার প্রভাবে হতে পারে তুমুল বৃষ্টি।

স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা এইএমইটি গত মঙ্গলবার (১২ নভেম্বর) ভ্যালেন্সিয়ায় কমলা সতর্কতা জারি করেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার স্তর। এর আগে ২৯ অক্টোবর অঞ্চলটিতে একটি ঝড় আঘাত হেনেছিল।

ভ্যালেন্সিয়ার জরুরি কমিটির মুখপাত্র রোসা টৌরিস সাংবাদিকদের জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী আসন্ন বৃষ্টিপাতের প্রভাব মারাত্মক হতে পারে। কারণ আগের বন্যায় মাটিতে বিপুল পলিমাটির স্তর জমে রয়েছে এবং স্যুয়ারেজ ব্যবস্থার অবস্থাও ভালো নয়।

আরও পড়ুন>>

এ অবস্থায় জরুরি কমিটি একটি বিশেষ সতর্কতা জারি করে পৌরসভা এবং সংস্থাগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে স্কুল বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর চিভা পৌরসভা। সেখানে শ্রেণিকক্ষে পাঠদান এবং ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নিকটবর্তী আলদাইয়ায় কর্মীরা শহর রক্ষা করতে বালির বস্তা জড়ো করছেন।

এছাড়া গাছপালা, টায়ার এবং গাড়ির অংশ জমে বন্ধ হয়ে থাকা খাল এবং ড্রেনগুলোও পরিষ্কার করা হচ্ছে।

ভ্যালেন্সিয়ার পাশাপাশি বালিয়ারিক দ্বীপপুঞ্জ, গ্যালিসিয়া, কাতালোনিয়া ও আন্দালুসিয়ার কিছু অংশের জন্যও আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসক মোনিকা লোপেজ বলেছেন, তিনি আশা করছেন, নতুন ঝড়গুলো দুই সপ্তাহ আগের ঝড়ের মতো তীব্র হবে না।

সূত্র: আল জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version